২১ –ফ্যাসিবাদের বিপরীতে .উগ্রবাদ,সন্ত্রাসবাদ ,জঙ্গীবাদের উত্থান প্রাকৃতিক নিয়মেই ঘটে থাকে। ফ্যাসিবাদের বিরূদ্ধে সাধারণ নাগরিক প্রতিবাদী হয়ে উঠে তা গনতান্ত্রিক প্রক্রিয়ায়। আন্দোলন টিকসই তবে দীর্ঘ মেয়াদী সময় সাপেক্ষ।
ভিন্নমত–
যাসৎ এবং নির্ভিকচিত্রের তারা ফ্যাসিবাদের বিরূদ্ধে সোচ্চার হয়ে আন্দোলনে চরম পন্থা, অতি বিপ্লবী নীতি আদর্শ অনুসরণ করে ।তাদের হিসেব ফ্যাসিবাদের মোকাবেলায় উগ্রবাদ,সন্ত্রাসবাদ ,জঙ্গীবাদ অব্যর্থ দাওয়াই যা টনিকের ন্যায় কাজ করে।
আবু জিসান
৭-১০-২৪ খ্রি:
চলবে …….