Home মুখবন্ধ মুখবন্ধ

মুখবন্ধ

153
0

اَفَلَا یَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ اَمۡ عَلٰی قُلُوۡبٍ اَقۡفَالُهَا

তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা করে না? না কি তাদের অন্তরে তালা রয়েছে (৪৭:২৪,–৪:৮২)

কল প্রশংসা ও কৃতজ্ঞতা সেই মহান স্রষ্টার প্রতি; যিনি আমাদের অস্তিত্ব দিলেন, তার প্রতিনিধি নির্বাচন করে আশ্রাফুল মাখলুকাতের উচ্চ মর্যাদা দান করলেন। যাঁর কাছে প্রত্যাবর্তন ছাড়া আমাদের কোনো মঞ্জিল নেই। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক রাসুলুল্লাহ (স:) এঁর প্রতি, যিনি আল কুরআনের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দিয়ে আমাদের চিন্তা ও বিশ্বাসের পরিশুদ্ধি এনে দিয়েছেন।
উদ্ধৃত আয়াতের পরিপ্রেক্ষিতে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে কিছু লেখার তাগিদ দীর্ঘদিন যাবৎ অনুভব করছিলাম। অনেক চেষ্টা-সাধনার পরে কুরআনের কতিপয় মৌলিক পরিভাষার তিনটি পুস্তিকার একটি সংকলন সিরিজ তৈরি করেছি, যার প্রথমটি আজ প্রকাশিত করতে পেরে মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি।
পুস্তিকাটির নামকরণ করা হয়েছে ‘কুরআনের কতিপয় মৌলিক পরিভাষা।’এটি কুরআনের বিষয়ভিত্তিক আয়াতসমূহের একটি সংকলন।কোনো একটি আয়াতের সমর্থনে অনুরূপ কিংবা সম্পূরক আয়াতের বক্তব্যকে বাছাই করে একত্রে সন্নিবেশিত করা হয়েছে।এটি সর্বজনবিদিত যে, কুরআনে এমন কিছু বিষয় বা বিধান উল্লিখিত হয়েছে, যে সম্পর্কে চূড়ান্ত ধারণা লাভ করার জন্য সে সম্পর্কিত কুরআনের যে-কোনো একটি বা দুটি আয়াত যথেষ্ট না-ও হতে পারে। ফলে অনেক সময় কোনো একটি নির্দিষ্ট বিষয়ে কুরআনের চূড়ান্ত বিধান বা নির্দেশনা কী, তা জানার জন্য একাধিক অনুরূপ কিংবা সম্পূরক আয়াতের সাহায্য নেয়ার প্রয়োজন দেখা দেয়। সামান্য ব্যতিক্রম ছাড়া নিজস্ব মতামত, যুক্তি, উপমা কিংবা কোনো খ্যাতিমান লেখকের উক্তি উদ্ধৃত করা হয়নি। কোনো বিষয়ের সমর্থক এবং সম্পূরক আয়াত সমূহকে পাশাপাশি সাজাতে গিয়ে বাক্যগুলোর মধ্যে সেতু বন্ধন তৈরিতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সাহায্য নেয়া হয়েছে। এ পুস্তকে মানুষের জীবন ঘনিষ্ঠ কুরআনের ১৬ (ষোল) টি বিষয় নির্বাচন করা হয়েছে। বিষয়সমূহকে ধারাবাহিকভাবে সন্নিবেশিত করার পাশাপাশি আয়াতের তাৎপর্য, মর্মার্থ এবং ক্ষেত্রবিশেষে পারস্পরিক ভিন্নতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে আল কুরআনুল করিম, নোবেল কুরআন, মারেফুল কুরআন,আল কুরআনুল মজীদ সহ প্রচলিত তাফসিরের সহায়তা নেয়া হয়েছে। সংকলনটিতে যে কোন ত্রুটি ধরা পড়লে তা অবহিত করতে অনুরোধ রইল, যেন পরবর্তী সংস্করণে সংশোধিত ও পরিমার্জিত আকারে মুদ্রণের সুযোগ পেতে পারি।
সম্মানিত পাঠকবৃন্দের অবগতির জন্য জানাচ্ছি যে, একই আলোচ্য বিষয়ে রাসুল (স:) এর বাণীকে বক্তব্যের মূল ভিত্তি ধরে একটি পুস্তিকা প্রকাশের পরিকল্পনা আমাদের রয়েছে। ঐ পুস্তকে কুরআন হাদিসের সমন্বয়ে বক্তব্য উপস্থাপন করার আশা রাখি ইনশাআল্লাহ। প্রিয় পাঠকবৃন্দের অবগতির জন্য আরো জানাচ্ছি যে, বাংলা ভাষাভাষীর নন এমন পাঠক সমাজের প্রতি লক্ষ্য রেখে প্রকাশিত পুস্তিকাটির মূল বক্তব্যের সারসংক্ষেপ ইংরেজি ভার্সণে মুদ্রিত হচ্ছে । এর পাশাপাশি ওয়েবসাইট “মরু সাহারা” নামে এবং আরো সংক্ষিপ্ত পরিসরে আবু জিসান শিরোনামে ইউটিউব চ্যানেলে একই সাথে ফেইসবুক পেজে নিয়মিত প্রচারিত ও প্রকাশিত হচ্ছে ।
দীর্ঘদিনের পরিকল্পনার ফসল এই প্রকাশনার জন্য আমার সহকর্মী-বন্ধুদের সুচিন্তিত মতামত পুস্তিকাটি বক্তব্যের নতুন মাত্রা যুক্ত করেছে। কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি শ্রদ্ধেয় জনাব মো: সিরাজুল ইসলাম যুগ্মসচিব (অব:), জনাব আবুল কালাম খান অতিরিক্ত সচিব(অব:), জনাব আলী রেজা, যুগ্মসচিব (অব:), ড.মাওলানা শাহ্ মুহাম্মাদ আব্দুর রাহীম, জিয়া হায়দারসহ আরো অনেককে, যাঁদের নিরবচ্ছিন্ন উৎসাহ ছাড়া এ প্রকাশনা দুরূহ হতো।
আমার সহধর্মিণী আমেনা বেগম আমার জীবনে যাঁর উপস্থিতি আমার চলার পথকে করে চলেছে সহজ ও সুন্দর তাঁর কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। তিনি এই প্রকাশনা বাস্তবে সম্ভব করে তোলবার জন্য সাংসারিক জীবনের কঠিন দায়িত্বপালনের মধ্যেও আমাকে সাহস আর সহযোগিতা যুগিয়েছেন সহাস্যবদনে। এই সুযাগে তাঁর প্রতি আমার গভীর আস্থা আর ভালোবাসার কথা আরেকবার জানিয়ে রাখছি। পুত্র জিসান ইব্রাহীমের কারিগরি সহায়তা এবং কন্যা জেরিন তাসনিমের কুরআনের প্রতি গভীর অনুরাগের কথা আনন্দ ও তৃপ্তি নিয়ে স্মরণ করছি।
আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল এবং সক্ষমতাকে আরো বাড়িয়ে দিন।
আবু জিসান ০৭.০৬.২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here